পুঁজিবাজারে কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভূক্ত কোম্পানি ৬টি। এর মধ্যে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৪টি কোম্পানি। এ খাতে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা চারটি কোম্পানিরই সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। বাকি ২টি কোম্পানি হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দুই প্রান্তিকে তথা ৬ মাসে সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রসেসিস, মনোস্পুল পেপার, বসুন্ধরা পেপার মিলস এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে মনোস্পুল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের। অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৫৫ পয়সায়। অর্থবছরের শুরুতে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ১৭ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ৪ টাকা ৩৮ পয়সা।
পেপার প্রসেসিস অ্যান্ড প্যাকেজিং
অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৩ পয়সা। অর্থবছরের শুরুতে সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৪৩ পয়সা।
বসুন্ধরা পেপার মিলস
হিসাবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৯ টাকা ০১ পয়সায়। অর্থবছরের শুরুতে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৭৭ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ১ টাকা ৪৭ পয়সা।
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস
হিসাবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬৩ পয়সায়। অর্থবছরের শুরুতে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ০৩ পয়সা।