সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৭.৬০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজ্যুমারের শেয়ার দর কমেছে ১৬৬ টাকা ৮০ পয়সা বা ৭.৫১ শতাংশ।
আর ৪০ পয়সা বা ৬.৮৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নূরানী ডাইং, এএফসি এগ্রো বায়োটেক, ইনটেক লিমিটেড, সানলাইফ ইন্সুরেন্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, আইসিবি ইসলামীক ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।