1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৪০ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই কোম্পানিতে তার মালিকানার অংশীদারিত্ব বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ২৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

গত সোমবার (০৪ মার্চ) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সেকেন্ডারি মার্কেট থেকে ওই শেয়ার কিনবেন। যা কোম্পানিটির মোট শেয়ারের ১.৩৫ শতাংশ।

সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫০ টাকায়। সেই হিসাবে ঘোষণাকৃত শেয়ারের বাজার মূল্য দাঁড়াবে ৪০ কোটি ৫০ লাখ টাকা।

দেশের শীর্ষস্থানীয় স্বয়ংক্রিয় বিস্কুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫.৫৩ শতাংশ ধারণ করছেন আজিজ মোহাম্মদ ভাই।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে

৪৪.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৯৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২৪.৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১১.৮৮ শতাংশ শেয়ার।

এর আগে গত বছরের ২৩ জুলাই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজিজ মোহাম্মদ ভাইকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এরপর ১৯ অক্টোবর তার বোন নুরজেহান হুদ্দাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। দুজনেই দীর্ঘদিন ধরে কোম্পানিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৮ সালে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ভাই এবং ২০২৩ সালে ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলীর দুর্ভাগ্যজনক মৃত্যুর কারণে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দুটি প্রধান নেতৃত্বের পদ শূন্য হয়।

গত বছরের জুনে কোম্পানিটি আজিজ মোহাম্মদ ভাইয়ের ছেলে আসার আজিজ এম ভাইকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ২ শতাংশ শেয়ার ধারণকারী অ্যাম্বি ফার্মা লিমিটেড কর্তৃক মনোনীত একজন পরিচালক হিসেবে নিয়োগ দেয়।

এছাড়াও, আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রয়াত ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের ছেলে আহাদ মোহাম্মদ ভাইকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে দিয়েছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ৪৫ শতাংশ ক্যাশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

কমলো সোনার দাম

  • ২৫ নভেম্বর ২০২৪