সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। তবে লেনদেন কমলেও প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন বেলা ১১ টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৩০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৯ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির।