1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

এমারেল্ড ওয়েলের উদ্যোক্তাদের শেয়ার ধারণে বিশাল পরিবর্তন

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
emerald-oil

শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড ওয়েলের শেয়ার ধারণে বিশাল পরিবর্তন দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের অংশের শেয়ার বিশাল পরিমাণে বেড়েছে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বিশাল পরিমাণে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

উপরে এমারেল্ড ওয়েলের সর্বশেষ শেয়ার ধারণ চিত্র: সূত্র – ডিএসই

ডিএসইর তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে কোম্পনিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৮.২৬ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৬১ শতাংশে। এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ২১.৩৫ শতাংশ। এতে দেখা যায়, ৯ কোটি ১২ লাখ ৭২ হাজার শেয়ারের কোম্পানিটিতে এক মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ১ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৫৭২টি।

অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে কোম্পনিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১২.২৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৯.৪৮ শতাংশ। যা ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৬.৯৭ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৩.৪২ শতাংশে। আলোচ্য মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ৫.২৯ শতাংশ বা ৪৮ লাখ ২৮ হাজার ২৮৯টি এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ১৬.০৬ শতাংশ বা ১ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ২৮৩টি।

এর আগে, ২০২৩ সালের নভেম্বর মাসে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা থেকে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকায় বৃদ্ধি করার নীতিগত অনুমোদন দিয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ