1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

ডিভিডেন্ড ঘোষণার আরো সময় পেল সামিট পাওয়ার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আরো তিন মাস বাড়তি সময় পেয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি চিঠি পেয়েছে কোম্পানিটি।

এর আগে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য বিএসইসির কাছ থেকে প্রথম দফায় সময় পেয়েছিল কোম্পানিটি।

বাড়তি সময় পাওয়ার বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে প্রকাশ করেছে সামিট পাওয়ার। এতে বলা হয়েছে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে বিএসইসি।

কোম্পানিটি আশা করছে, বাড়তি এই সময়ের মধ্যে তারা অসমাপ্ত কাজ সম্পন্ন করে ডিভিডেন্ড ঘোষণা ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হবে।

গত বছরের অক্টোবরে সামিট পাওয়ার জানিয়েছিল, তারা বিএসইসির কাছ থেকে আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে। এর কারণ হিসেবে তখন কোম্পানিটি জানায়, বিল জমা দেয়ার তারিখ ও বিল পরিশোধের তারিখের মধ্যে বিনিময় হারে ওঠানামার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে লোকসান হয় সেটির ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছে তারা।

এর পরিপ্রেক্ষিতে সামিট পাওয়ার বিপিডিবির কাছে সম্পূরক বিল জমা দিয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত অনুমোদন পেতে বাকি আছে এবং আনুষঙ্গিক প্রক্রিয়ার কারণে এটি খুব দ্রুত অনুমোদন হবে বলে মনে করছে না কোম্পানিটি। এই পরিস্থিতিতে কোম্পানিটির পক্ষে বার্ষিক আর্থিক বিবরণী চূড়ান্ত করা কঠিন। এ জন্য কমিশনের কাছে বাড়তি সময় চেয়েছিল কোম্পানিটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫