1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

মুনাফা থেকে লোকসানে আইসিবি ইসলামিক ব্যাংক

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

হিসাব বছর গণনায় টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে লোকসানে রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটিকে সামান্য মুনাফায় ফিরতে দেখা যায়। কিন্তু চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটিকে বড় লোকসান গুনতে হয়েছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকের ১৭২তম পর্ষদ সভায় গত বৃহস্পতিবার এ আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে আইসিবি ইসলামিক ব্যাংকের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৬ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১ কোটি ২৪ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১৫ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১০ কোটি ৯ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ইপিএস হয়েছিল ১৫ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৮ টাকা ৯১ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে এ দায় ছিল ১৮ টাকা ১২ পয়সায়।

লোকসানের কারণে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরের এজেন্ডাগুলোয় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১১ মে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৫ কোটি ২৪ লাখ টাকা, আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৩৯ কোটি ৪৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট লোকসান কমেছে ১৪ কোটি ২৪ লাখ টাকা বা ৩৬ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৫৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ১৮ টাকা ৫১ পয়সায়। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ১৮ টাকা ১৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি আইসিবি ইসলামিক ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল ২৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ১৮ টাকা ১৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ১৭ টাকা ৫৪ পয়সা। এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটি।

১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩০০। এর মধ্যে ৫২ দশমিক ৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ১৭ শতাংশ সরকার, ২১ দশমিক ৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৫ দশমিক ৪৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫