বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, শেয়ারবাজারের জন্য স্মার্ট সংস্কার দরকার।
আজ শুক্রবার (০২ জুন) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত জাতীয় বাজেট ২০২৩-২৪ সিপিডির পর্যালোচনা শীর্ষক এক অনুষ্ঠানে শেয়ারবাজার নিয়ে এসব কথা বলেন সিপিডির প্রশাসন এবং অর্থ বিভাগের পরিচালক এম শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, শেয়ারবাজারের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত থাকলে হয়তো এই বাজেটেই কিছু সংস্কার দেখতে পেতাম।
তিনি বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এছাড়া বিও হিসাব এবং কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নিয়েও আপত্তি রয়েছে। তাই শেয়ারবাজারে এসব আপত্তিকর বিষয় সংস্কার করা ছাড়া স্মার্ট শেয়ারবাজার গঠন করা সম্ভব নয়।
শেয়ারবাজার নিয়ে আরও পড়ুন: বাজেটে কি পেল শেয়ারবাজার