শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ মে) দুই ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদনের আবেদনে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক দুটি হলো স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনসিসি ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সেই বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৫ জুন নির্ধারণ করা হয়েছে।
এনসিসি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। ব্যাংটিকে বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৫ জুন নির্ধারণ করা হয়েছে।