পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লভ্যাংশ বিতরণ সংক্রান্ত রিপোর্ট জমা দেয়নি। ডিএসই কোম্পানিগুলোকে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এসএস স্টিল, বীচ হ্যাচারি, ওআইমেক্ম ইলেকট্রোডস ও প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড।
সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ সংক্রান্ত কোনো তথ্য ডিএসইতে জমা দেয়নি। একারণে ডিএসই কোম্পানিগুলোকে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে।