সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৩ মে) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৪টির দর বেড়েছে, ৩৬টির দর কমেছে এবং ১৭৮টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
সূচকের উত্থানের দিনে আজও ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ক্রাউন সিমেন্ট, ইমাম বাটন এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।
আজ এই তিন কোম্পানির মধ্যে ক্রাউন সিমেন্টের ১ টাকা ৮০ পয়সা, ইমাম বাটনের ৭ টাকা ৪০ পয়সা এবং কে অ্যান্ড কিউর ৫ টাকা ৬০ পয়সা করে শেয়ারদর বেড়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ক্রাউন সিমেন্টের ১ লাখ ২২ হাজার ৮৮৪টি, ইমাম বাটনের ১ লাখ ৯৪ হাজার ৭৭৪টি এবং কে অ্যান্ড কিউর ৩৫ হাজার ৩২৩টি করে শেয়ার লেনদেন হয়েছে।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে নামেমাত্র লেনদেন হয়েছে। সেই হিসাবে আজ কোম্পানিগুলোর বড় লেনদেন হয়েছে বলা যায়।