পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২৫ কোম্পানির শেয়ার দর বাড়ার গতি বেশি ছিল। এসব শেয়ারের দর ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বোচ্চ ১০ শতাংশ দর বেড়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের। এছাড়া দর বাড়ার কোম্পানিগুলোর মধ্যে গতি বেশি ছিল আরো ২৪ কোম্পানির। এসব শেয়ারের দর ৫ শতাংশের বেশি বেড়েছে।
বাকি কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স, চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, জিকিউ বলপেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, আরামিট সিমেন্ট, ন্যাশনাল টি, হাইডেলবার্গ সিমেন্ট, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, নাভানা ফার্মা, ইমাম বাটন, ইয়াকিন পলিমার, জুট স্পিনার্স, এডভেন্ট ফার্মা, দেশ গার্মেন্টস, সোনালী লাইফ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, গ্লোবাল ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, লিগ্যাসি ফুটওয়্যার ও জেমিনি সি ফুড।