সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে শতকোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ সোমবার (২২ মে) ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। সেই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে। সূচকটি বর্তমানে ১৩৬৬ পয়েন্টে দাড়িয়েছে।
আর অপর সূচক ‘ডিএসই-৩০’ ০ দশমিক ৩০ পয়েন্ট কমে ২১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৭৪ লাখ টাকার। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৪ কোটি ৩৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানির।