শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে গেলো একমাসে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে দুই কোম্পানি। যে কারণে গত একমাসে দুই কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাঁসি ফুটেছে। গত একমাসে কোম্পানিগুলো সর্বোচ্চ ১০০ শতাংশ থেকে সর্বন্নিম ৩১ শতাংশ রিটার্ণ দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
‘জেড’ক্যাটাগরীর এই দুই কোম্পানির মধ্যে রয়েছে এমারেল্ড অয়েল এবং জুট স্পিনার্স লিমিটেড।
জানা গেছে, গেলো একমাসে ‘জেড’ক্যাটাগরীর এই দুই কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে এমারেল্ড অয়েল লিমিটেডের। একমাস আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা। মাস শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ টাকা ২০ পয়সায়। একসমাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৪ টাকা ৫০ পয়সা বা ১০০ শতাংশ।
একমাস আগে জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৩১ টাকা ৪০ পয়সায়। একমাস শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০৩ টাকা ২০ পয়সায়। একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭১ টাকা ৮০ পয়সা বা ৩১.০৩ শতাংশ।