মে মাসের প্রথম কার্যদিবস আজ মঙ্গলবার (০২ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে দুই লোকসানি কোম্পানি। লেনদেনের শেষভাগে কোম্পানি দুটির শেয়ারই বিক্রেতাশুন্য থাকে। কোম্পানি দুটি হলো-সমতা লেদার ও লিগ্যাছি ফুটওয়ার লিমিটেড।
কোম্পানি দুটির মধ্যে লিগ্যাছি ফুটওয়ার আজ মঙ্গলবার চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ০৫ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০৬ পয়সা। আজ লোকসান বৃদ্ধির খবরে কোম্পানিটির শেয়ার ৬২ টাকা ২০ পয়সা থেকে ৭২ টাকা ৪০ পয়সায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে উঠে বিক্রেতাশুন্য হয়ে যায়। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম ছিল ৬৫ টাকা ৯০ পয়সা।
অন্যদিকে, সমতা লেদার চলতি অর্থবছরের কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। সর্বশেষ কোম্পানিটি জুন, ২০২২ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০৬ পয়সা। যা আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১০ পয়সা।
৩০ জুন, ২০২২ অর্থবছরের পর চলতি অর্থবছরের তিন প্রান্তিক অতিবাহিত হয়েছে। কিন্তু কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো তথ্যই জানায়নি। আজ দিনের শেষভাগে কোম্পানিটির শেয়ার ৫৭ টাকা থেকে ৬৩ টাকা ৩০ পয়সায় বিক্রেতাশুন্য হয়ে যায়। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫৭ টাকা ৬০ পয়সা।