1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

টানা ৪দিন উত্থানের পর ডিএসইতে পতন

  • আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
dse

গত সপ্তাহের শেষের চার দিন টানা উত্থান হলেও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে আজ অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে হয়েছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৩১ পয়েন্টে।

এদিন ডিএসইতে আজ ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৫৩ লাখ টাকার। এ হিসাবে আজ ১৬ কোটি ৩৬ লাখ টাকার বা ৩.২৪% লেনদেন কমেছে।

ডিএসইতে আজ ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির বা ৭.৫৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪২টির বা ৪১.৪০ শতাংশের এবং ১৭৫টির বা ৫১.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের ৩২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৫১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দর বেড়েছে, কমেছে ৫৯টির এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ৬৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ