শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ বিশ্ব মন্দার কথা ভেবে ব্যবসা সঠিকভাবে পরিচালনার সুবিধার্থে ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইনডেক্স এগ্রোর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের মুনাফার ২০ শতাংশ।
তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।
ইনডেক্স এগ্রোর ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি ৫.০৯ টাকা হিসাবে মোট ২৪ কোটি ৬ লাখ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৭৩ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ২০ শতাংশ। বাকি ১৯ কোটি ৩৩ লাখ টাকা বা ৮০ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।
মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ১৯ কোটি ৩৩ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১ কোটি ৯৩ লাখ টাকা কর দিতে হবে ইনডেক্স এগ্রোকে।
এ বিষয়ে ইনডেক্স এগ্রোর সচিব আবু জাফর আলী বিজনেস আওয়ারকে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সারাবিশ্বে মন্দা দেখা দিয়েছে। আগামি বছরে দূর্ভিক্ষের সম্ভাবনা নিয়েও কথা হচ্ছে। এই অবস্থায় ভবিষ্যতে সৃষ্ট ঝুঁকি মোকাবেলার জন্য কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।