বিদায়ী সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৩৩৭ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকার। ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ করে এই তথ্য জানা যায় ।
কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, ইন্ট্রাকো সিএনজি, বিডিকম, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, যমুনা ব্যাংক, বার্জার পেইন্টস, সী-পার্ল হোটেল, ডাচবাংলা ব্যাংক, আলহাজ্ব টেক্সটাইল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
ইস্টার্ন ব্যাংক, রেনাটা লিমিটেড এবং বিকন ফার্মা।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের ৫০ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৩৪ কোটি ১৯ লাখ ৫৯ হাজার টাকার, বিডিকমের ৩২ কোটি ৪১ লাখ ৭৯ হাজার টাকার, ফরচুন সুজের ৩২ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩২ কোটি ২৫ হাজার টাকার, সোনালী পেপারের ২৯ কোটি ৫৬ লাখ ১৭ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ১৫ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৫২ লাখ ৫৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১২ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১১ কোটি ৩৬ লাখ ৫৭ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ১০ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকার, ডাচবাংলা ব্যাংকের ৯ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৯ কোটি ৫০ লাখ ৮৯ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৮ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ৭ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকার এবং বিকন ফার্মার ৫ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকার।