1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

শেয়ারবাজার উত্থা‌নে বড় আ‌শির্বাদ ফ্লোর প্রাইস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

সপ্তা‌হের শেষ কাযদিবস বৃহস্প‌তিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (‌ডিএসই) সূচক বে‌ড়ে‌ছে সা‌ড়ে ১৬ প‌য়েন্ট। উত্থা‌নের এই বাজা‌রে আজ শেয়ার দর বে‌ড়ে‌ছে ৯৪‌টি কোম্পা‌নির। আর শেয়ারদর ক‌মে‌ছে ৮৫‌টি কোম্পা‌নির। শেয়ারদর অপ‌রিব‌র্তিত র‌য়ে‌ছে ১৮৬‌টি কোম্পা‌নির। যা লেন‌দে‌নে অংশ নেওয়া অ‌র্ধে‌কেরও বে‌শি কোম্পা‌নি। ডিএসই থেকে এ তথ‌্য জানা যায় ।

শেয়ারদর অপ‌রিব‌র্তিত থাকা ১৮৬‌টি কোম্পা‌নির ম‌ধ্যে ১৬৭‌টি কোম্পা‌নিরই শেয়ারদর ফ্লোর প্রাই‌সে অবস্থান কর‌ছে।

যে‌হেতু ফ্লোর প্রাই‌সে অবস্থান করা কোম্পা‌নিগু‌লোর শেয়ারদর অপ‌রিব‌র্তিত থা‌কে, তাই কোম্পা‌নিগু‌লো সূচকের উত্থান পত‌নে অবদান রাখ‌তে পা‌রে না। যে‌হেতু ফ্লোর প্রাই‌সের কোম্পা‌নিগু‌লোর শেয়ারদর বা‌ড়ে না, তাহ‌লে সু‌যোগ থাক‌লে শেয়ারগু‌লোর দর কম‌তে পার‌তো।

আর ফ্লোর প্রাই‌সে থাকা কোম্পা‌নিগু‌লোর শেয়ারদর কম‌লে, তা সূচক পত‌নে বড় ভূ‌মিকা পালন কর‌তে পার‌তো। সে দিক থে‌কে শেয়ারবাজা‌রের জন‌্য ফ্লোর প্রাইস বড় আ‌শির্বাদ হি‌সে‌বে কাজ কর‌ছে।

বৃহস্প‌তিবা‌রের বাজার পযা‌লোচনা:

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১২.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৩১ এবং ডিএসই-৩০ সূচক ৭.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৯.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৩৩০.৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৪টির, শেয়ার দর কমেছে ৮৫টির এবং ১৮৬টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৯.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ৭৬টির আর ১১১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫