দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ রোববার (২৫ সেপ্টেম্বর) মোট শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার। এরমধ্যে ৯৪৫ কোটি ৮০ লাখ টাকাই লেনদেন হয়েছে চার খাতে। যা ডিএসইর মোট লেনদেনের ৫৩.৭৫ শতাংশ। আমারস্টক থেকে এ তথ্য জানা যায় ।
এই চার খাতের মধ্যে রয়েছে ওষুধ এবং রসায়ন, বিবিধ, প্রকৌশল খাত এবং তথ্য ও প্রযুক্তি খাত।
প্রাপ্ত তথ্য মতে , এই চার খাতের মধ্যে আজ সবচেয়ে বেশি টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ওষুধ এবং রসায়ন খাতে। আজ এই খাতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২০ কোটি ৮০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৮.২৩ শতাংশ।
আজ এই খাতের ৩২ কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ২টি বা ৬.৬৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ১৯টি বা ৬৩.৩৩ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর অপরিবির্তত রয়েছে ৯টি বা ৩০ শতাংশ কোম্পানির।
বিবিধ খাতে আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৬ কোটি ৯০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৫.১৭ শতাংশ। আজ এই খাতের ১৩ কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৩টি বা ২৩.০৮ শতাংশ কোম্পানির। দর কমেছে ৭টি বা ৫৩.৮৫ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর অপরিবির্তত রয়েছে ৩টি বা ২৩.০৮ শতাংশ কোম্পানির।
প্রকৌশল খাতে আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০৪ কোটি ৯৫ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১১.৬৫ শতাংশ। আজ এই খাতের ৪২ কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টি বা ৬১.৯০ শতাংশ কোম্পানির। দর কমেছে ৮টি বা ১৯.০৫ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর অপরিবির্তত রয়েছে ৮টি বা ১৯.০৫ শতাংশ কোম্পানির।
তথ্য ও প্রযুক্তি খাতে আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ১৫ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৮.৭০ শতাংশ। আজ এই খাতের ১১ কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ২টি বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। দর কমেছে ৮টি বা ৭২.৭৩ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর অপরিবির্তত রয়েছে ১টি বা ৯.০৯ শতাংশ কোম্পানির।