বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৮৬টির দর বেড়েছে, ১৬৬টির দর কমেছে, ১৩৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১০টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডিকমের। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
সপ্তাহের শুরুতে বিডিকমের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৬ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৫ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৯ টাকা ১০ পয়সা বা ৫২.৬২ শতাংশ। এর মাধ্যমে বিডিকম ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্ল হোটেলের ৪৬.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩১.২৪ শতাংশ, আজিজ পাইপসের ৩০.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ২৮.৭৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪.৭৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২৩.৫২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২৩.১৫ শতাংশ, বিডি থাই ফুডের ২১.৬৫ শতাংশ এবং এডিএন টেলিকমের ১৯.৪১ শতাংশ দর বেড়েছে।