সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, ১৫৬টির দর কমেছে, ১৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ফার্মার। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
আগের কার্যদিবস সোমবার সেন্ট্রাল ফার্মার ক্লোজিং দর ছিল ১২ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৯.১৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৭৩ শতাংশ, বিডিকমের ৭.৯৯ শতাংশ, সী-পার্ল হোটেলের ৭.৮৯ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৭.২১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৩ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৯৭ শতাংশ এবং আমরা টেকনোলজির ৫.৬৩ শতাংশ দর বেড়েছে।