পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক রয়েছে। ব্যাংকগুলো ৩০জুন ২০২০ (২০২০ সালের জানুয়ারি থেকে জুন) সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকগুলোর মধ্যে ৪০ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছর থেকে বেড়েছে।
জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে ১২টির বা ৪০ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, ১৭টির বা ৫৭ শতাংশের ইপিএস কমেছে আর ১টির বা ৩ শতাংশের শেয়ারপ্রতি লোকসান আগের বছর একই সময় থেকে বেড়েছে।
ব্যাংকগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ৫৩ শতাংশ কমেছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ শতাংশ প্রাইম ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪২ শতাংশ করে ইপিএস কমেছে সিটি ও আইএফআইসি ব্যাংকের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ০.৫১ শতাংশ কমেছে ইস্টার্ণ ব্যাংকের।
শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ১২৪ শতাংশ বেড়েছে ওয়ান ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ শতাংশ এক্সিম ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৬৫ শতাংশ ইপিএস বেড়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ১৩ শতাংশ বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের।
অর্থছরের ৬ মাসে একটির অর্থাৎ আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে। ব্যাংকটির লোকসান আগের বছর একই সময় থেকে ১০ শতাংশ বেড়েছে।
নাম | ‘জানুয়ারি-জুন’ ২০২০ সালের ইপিএস | ‘জানুয়ারি-জুন’২০১৯ সালের ইপিএস | ব্যবধান |
বেড়েছে | |||
ওয়ান ব্যাংক | ১.০৩ টাকা | ০.৪৬ টাকা | ১২৪% |
এক্সিম ব্যাংক | ১.০০ টাকা | ০.৫৬ টাকা | ৭৮% |
আল আরাফাহ | ০.৮৪ টাকা | ০.৫১ টাকা | ৬৫% |
রূপালী ব্যাংক | ০.৩৭ টাকা | ০.২৫ টাকা | ৪৮% |
ব্যাংক এশিয়া | ১.৩৭ টাকা | ১.০৬ টাকা | ২৯% |
স্যোসাল ইসলামী | ০.৫০ টাকা | ০.৩৯ টাকা | ২৮% |
এবি ব্যাংক | ০.১৯ টাকা | ০.১৫ টাকা | ২৭% |
যমুনা ব্যাংক | ২.০৭ টাকা | ১.৬৮ টাকা | ২৩% |
মিউচুয়াল ট্রাস্ট | ১.৫৫ টাকা | ১.২৮ টাকা | ২১% |
ট্রাস্ট ব্যাংক | ২.১০ টাকা | ১.৭৭ টাকা | ১৯% |
ঢাকা ব্যাংক | ০.৮৮ টাকা | ০.৭৬ টাকা | ১৬% |
ডাচ-বাংলা ব্যাংক | ৪.৩৩ টাকা | ৩.৮৩ টাকা | ১৩% |
কমেছে | |||
ব্র্যাক ব্যাংক | ০.৯৫ টাকা | ২.০২ টাকা | ৫৩% |
প্রাইম ব্যাংক | ০.৪৮ টাকা | ০.৯০ টাকা | ৪৭% |
সিটি ব্যাংক | ১.০৫ টাকা | ১.৮২ টাকা | ৪২% |
আইএফআইসি | ০.৫৯ টাকা | ১.০১ টাকা | ৪২% |
মার্কেন্টাইল ব্যাংক | ১.০৭ টাকা | ১.৭৯ টাকা | ৪০% |
পূবালী ব্যাংক | ১.৪৪ টটাকা | ২.১৬ টাকা | ৩৩% |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ০.০৬ টাকা | ০.০৯ টাকা | ৩৩% |
সাউথইস্ট ব্যাংক | ১.৬৩ টাকা | ২.২৫ টাকা | ২৭% |
প্রিমিয়ার ব্যাংক | ১.০১ টাকা | ১.৩৪ টাকা | ২৫% |
ইউসিবি | ০.৭৬ টাকা | ১.০১ টাকা | ২৫% |
উত্তরা ব্যাংক | ১.৬২ টাকা | ২.০৩ টাকা | ২০% |
ইসলামী ব্যাংক | ১.৯৪ টাকা | ২.০৫ টাকা | ৬% |
এনসিসি | ১.১৯ টাকা | ১.২৫ টাকা | ৫% |
ফার্স্ট সিকিউরিটি | ০.৯০ টাকা | ০.৯৫ টাকা | ৫% |
ন্যাশনাল ব্যাংক | ০.৩৬ টাকা | ০.৩৮ টাকা | ৫% |
শাহজালাল ব্যাংক | ১.১০ টাকা | ১.১৩ টাকা | ৩% |
ইস্টার্ণ ব্যাংক | ১.৯৪ টাকা | ১.৯৫ টাকা | ০.৫১% |
লোকসান | |||
আইসিবি ইসলামী | (০.৩২) টাকা | (০.২৯) টাকা | ১০% বেড়েছে |