বিদায়ী সপ্তাহে (১৭-২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪৫টির দর বেড়েছে, ৩৩১টির দর কমেছে, ১১টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৮টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এইচআর টেক্সটাইলের। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
সপ্তাহের শুরুতে এইচআর টেক্সটাইলের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০১ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৩ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা ৭০ পয়সা বা ২১.৪০ শতাংশ। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস লিমিটেডের ১৪.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.৯১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৭.৭৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.১৪ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৬.৪৪ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৫.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.২৮ শতাংশ, এমএল ডায়িংয়ের ৫.২০ শতাংশ, এআইবিএল মুদারাবা বন্ডের ৪.৪৭ শতাংশ দর বেড়েছে।