1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

পুঁজিবাজার বড় করতে প্রচুর মিউচুয়াল ফান্ড দরকার

  • আপডেট সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

পুঁজিবাজারকে এগি‌য়ে নি‌তে এবং বাজা‌রের আকার বড় কর‌তে হ‌লে প্রচুর মিউচ‌্যুয়াল ফান্ড নি‌য়ে আস‌তে হ‌বে ব‌লে জানিয়েছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

আজ রোববার (১৭ জুলাই) সন্ধানী এসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর প্রথম ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড উদ্বোধনী অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর অডিটোরিয়ামে উদ্ভোধনী অনুষ্ঠান‌টি আয়োজন করা হয় ।

ডিবিএ প্রেসিডেন্ট ব‌লেন, বা‌হি‌রের দেশগু‌লো‌তে যেখা‌নে মিউচ‌্যুয়াল ফান্ড হাজার হাজার, সেখা‌নে আমা‌দের দে‌শে গত ২৫ বছ‌রের মাত্র ৮০টির ম‌তো ফান্ড বাজা‌রে এসে‌ছে। যা বাজা‌রকে এগি‌য়ে নি‌য়ে যে‌তে সহায়ক হি‌সে‌বে কাজ কর‌তে পা‌রছে না।

বাজার যখন খারাপ হ‌বে তখন বি‌নি‌য়োগকারীরা যেন তা‌দের বি‌নি‌য়োগ কম ঝুঁ‌কিপূর্ণ মিউচ‌্যুয়াল ফ‌ান্ডে বি‌নি‌য়োগ ক‌রে নি‌জে‌দের পুঁজি সংরক্ষণ কর‌তে পা‌রে। সে জন‌্য বাজা‌রে অনেক বে‌শি মিউচ‌্যুয়াল ফান্ড নি‌য়ে আস‌তে হ‌বে।

তিনি বলেন, বাজারে আরও বেশি মিউচ্যুয়াল ফান্ড আনার লক্ষে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে। তিনি জানান, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির করার জন্য মিউচ্যুয়াল ফান্ডের দুর্দিন ঘোচাতেও কমিশন কাজ করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ
board-sova

দুই কোম্পানির বোর্ড সভা আজ

  • ১৯ সেপ্টেম্বর ২০২৪