বিদায়ী সপ্তাহে (০৩-০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৫০ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা যায় ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫৭ শতাংশ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির ২১ লাখ ২৩ হাজার ৪১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৮ কোটি ৮৭ লাখ ১৭ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি । সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ১০৮ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার টাকার, ফরচুন সুজের ১০৮ কোটি ৭ লাখ ৪৬ হাজার টাকা, রবি আজিয়াটার ১০৬ কোটি ৫৭ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৯২ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকার, তিতাস গ্যাসের ৮৯ কোটি ১৯ লাখ ৬৬ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৮৭ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৮৫ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে।