সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৮ কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এই তথ্য জানা যায় ।
আজ ব্লক মার্কেটে আইপিডিসি ফাইন্যান্সের বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৩ কোটি ১৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার। অর্থাৎ ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬০ শতাংশের বেশি।
এছাড়া, পদ্মা লাইফের ৩ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকার, ফরচুন সুজের ২ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকার, সোনালী পেপারের ১ কোটি ৭৮ লাখ ৮২ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৬০ লাখ ৫৭ হাজার টাকার, সী-পার্লের ৪১ লাখ ৮৫ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৪০ লাখ ৩৭ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৩৯ লাখ ১৫ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৩৬ লাখ ৪৫ হাজার টাকার, সোনারগাঁও হোটেলের ৩৩ লাখ ৮২ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ার এর ৩২ লাখ ৮০ হাজার টাকার, গ্রামীনফোনের ২৯ লাখ ১১ হাজার টাকার, এসিআই ফর্মুলার ২৬ লাখ ১৮ হাজার টাকার, ইউনিক হোটেলের ২৫ লাখ ৫৮ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ২২ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ২১ লাখ ৭৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২১ লাখ ২৮ হাজার টাকার, আমরা নেটের ২০ লাখ ৬৫ হাজার টাকার, রবি আজিয়াটার ১৯ লাখ ৪৫ হাজার টাকার, ইন্ট্রাকোর ১৮ লাখ ৭৪ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ১৩ লাখ ৯০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৩ লাখ ৭৯ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১২ লাখ ৩৫ হাজার টাকার, আমান কটনের ১১ লাখ ৭৬ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১১ লাখ ৭৩ হাজার টাকার, জিএসপি ফাইনান্সের ১০ লাখ ৫০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১০ লাখ ৩৪ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ৭ লাখ ২১ হাজার টাকার ,লাফার্জ হোলসিমের ৬ লাখ ৩৭ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।