সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬০ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেনে ছয় কোম্পানির অবদান সবচেয়ে বেশি।
ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , সোমবার (২০ জুন) কোম্পানিগুলোর ৩ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ১৯৮টি শেয়ার ৮৭ বার হাত বদলের মাধ্যমে ১৬০ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৬ কোটি ২৮ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৪৩ লাখ টাকার আনোয়ার গ্যালভানাইজিংয়ের, তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৯৫ লাখ ১ হাজার টাকার ব্যাংক এশিয়ার, চতুর্থ সর্বোচ্চ ১৩ কোটি ৯৫ লাখ টাকার ওরিয়ন ফার্মার, পঞ্চম সর্চোচ্চ ১০ কোটি ৫ লাখ ৪৮ হাজার টাকার রেনেটার এবং ষষ্ঠ সর্বোচ্চ ৭ কোটি ৬৭ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।