ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬২ টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলার ৭.৫৭ শতাংশ, অলটেক্সের ৬.৪৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৮৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.৮৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.১৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.১০ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.০৫ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২.৯৯ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ২.৮৪ শতাংশ বেড়েছে।