ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড ৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, বেক্সিমকো,ইস্টার্ন কেবলস, ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, আইবিবিএল বন্ড, আইপিডিসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, লুব-রেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।