সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থান দখল করেছে বীমা খাতের কোম্পানি। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টিই বীমা খাতের কোম্পানি।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
গত সপ্তাহে ডিএসইতে টাপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৬.৪১ শতাংশ বেড়েছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকা।
সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৪ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।