বিদায়ী সপ্তাহে (২৯ মে থেকে ০২ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫৬টির বা ৯১.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে রহিমা ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২৪.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯৬.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭২ টাকা বা ৩২.০১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রহিমা ফুড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিং শাইন টেক্সটাইলের ২৬.৯৭ শতাংশ, আরামিট সিমেন্টের ২৬.৫১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২৫.২৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২৬.০২ শতাংশ, জেমিনি সী ফুডের ২৫.১০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২২.৮০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ২২.১৭ শতাংশ, বিডিকমের ২১.৪০ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর ২০ শতাংশ বেড়েছে।