ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) ব্লক মার্কেটে ৬ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৮৯ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, ফরচুন সুজ, উত্তরা ব্যাংক, আইপডিসি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে সোনালী পেপারের ২৮ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার টাকার, ফরচুন সুজের ২৮ কোটি ৫৫ লাখ টাকার, উত্তরা ব্যাংকের ৮ কোটি ৯০ লাখ ৪৪ হাজার টাকার, আইপডিসি ফাইন্যান্সের ৮ কোটি ৭০ লাখ ৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৮ কোটি ২৭ লাখ ৭৩ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকার।