1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ১০ বহুজাতিক কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাঁসি

  • আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২

দেশের পুঁজিবাজার তালিকাভুক্ত বহুজাতিক ১২টি কোম্পানির মধ্যে গত সপ্তাহে ১০ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর আগে কয়েক সপ্তাহ যাবত বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দরে পতন অব্যাহত ছিল। এরফলে বিনিয়োগকারীদের খারাপ সময় পার করতে হয়েছে। কিন্তু গেলো সপ্তাহে বেশিরভাগ বহুজাতিক কোম্পানির শেয়ারদর বাড়ার ফলে বিনিয়োগকারীদের মূখে কিছুটা হলেও হাঁসি ফুটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর সর্বশেষ সপ্তাহের শেয়ারদর ওঠানামার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায় ।

প্রাপ্ত তথ্য মতে , শেয়ার দর বৃদ্ধি পাওয়া এই ১০ কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, সিঙ্গার বিডি, আরএকে সিরামিক, গ্রামীণফোন, লিনডে বিডি, রেকিট বেনকিজার, ম্যারিকো, বার্জার পেইন্টস এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।

ডিএসইর তথ্য মতে , সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১০ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারদর ছিল ৬৭ টাকা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৮৮ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা।

গত এক সপ্তাহে ২ দশমিক ৭৯ শতাংশ বা ১৬ টাকা ২০ পয়সা বেড়েছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর। গত ১০ মার্চ রোববার শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭৯ টাকা ১০ পয়সা, যা বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে বেড়ে দাঁড়ায় ৫৯৫ টাকা ৩০ পয়সায়।

গত ১০ মার্চ ইউনিলিভার কঞ্জুমার কেয়ারের শেয়ারদর ছিল ২ হাজার ৮০১ টাকা ৭০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮৬৬ টাকা ৩০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির দর বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ বা ৬৪ টাকা ৬০ পয়সা।

রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ১০ মার্চ উদ্বোধনী শেয়ারদর ছিল ১ হাজার ৭২৫ টাকা ৭০ পয়সা। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭৫৮ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ দশমিক ৮৮ শতাংশ বা ৩২ টাকা ৬০ পয়সা।

সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের উদ্বোধনী দর ১০ মার্চ ছিল ৪৫ টাকা ২০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে সমাপনী দর দাঁড়ায় ৪৫ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ বা ৭০ পয়সা।

প্রকৌশল খাতের অন্যতম শীর্ষ কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ১০ মার্চ রোববার ছিল ১৫৬ টাকা ৮০ পয়সায়। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ১৫৯ টাকা ১০ পয়সায়। সে হিসাবে এক সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ১ দশমিক ৪৬ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা।

টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ১০ মার্চ শেয়ার দর ছিল ৩২২ টাকা ২০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৩২৫ টাকা ৯০ পয়সায়। দর বেড়েছে ১ দশমিক ১৪ শতাংশ বা ৩ টাকা ৭০ পয়সা।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বিডি) লিমিটেডের ১০ মার্চ শেয়ারদর ছিল ৫ হাজার ৪৬৩ টাকা। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫১৬ টাকা ২০ পয়সায়। এক সপ্তাহে দর বেড়েছে দশমিক ৯৭ শতাংশ বা ৫৩ টাকা ২০ পয়সা।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১০ মার্চ শেয়ারদর ছিল ১ হাজার ৫৮৩ টাকা ১০ পয়সা। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫৯৬ টাকা ৬০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে দশমিক ৮৫ শতাংশ বা ১৩ টাকা ৫০ পয়সায়।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১০ মার্চ রোববার উদ্বোধনী শেয়ারদর ছিল ২ হাজার ৩৫২ টাকা ৪০ পয়সায়। যা শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৬৩ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে দশমিক ৪৮ শতাংশ বা ১১ টাকা ৪০ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪