1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
taka

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে পিছনের দিকে হাটতে থাকা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দ্রুত পদক্ষেপে আগের সপ্তাহেই ইউটার্ন নিয়েছিল। আর বিদায়ী সপ্তাহেও বিএসইসির পদক্ষেপের সুফল শেয়ারবাজারে লক্ষ্য করা গেছে। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ সিকিউরিটিজেরও দর বেড়েছে। বিদায়ী সপ্তাহে চার কার্যদিবস ট্রেডিং হওয়াতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। তবে বাজার মূলধন সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বেড়েছে।

প্রাপ্ত তথ্য মতে , সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ১০৬ কোটি ০৬ লাখ ০৭ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা পাঁচ হাজার ৬৮৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৯৭২ কোটি ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮৫ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা বা ২ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭.৪৪ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৫৬.৫৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮.৯১ পয়েন্ট বা ১.৩২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৩.৩৯ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৪.৩১ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৮.৪৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৯টির বা ৬৭.১০ শতাংশের, কমেছে ১০৩টির বা ২৬.৬৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৬.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২০ কোটি ৮৫ লাখ ০৪ হাজার ৯৫০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১২ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ২৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৭ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯২৩ টাকা বা ৭ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫৯.৬৩ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২১.১৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৫৩.৩৮ পয়েন্ট বা ১.৩০ শতাংশ, সিএসই-৩০ সূচক ২২৪.৮৭ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৮.৮৯ পয়েন্ট বা ১.৩১ শতাংশ এবং সিএসআই ১৬.১৪ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮৯০.৫৩ পয়েন্টে, ১৪ হাজার ১০৬.১৭ পয়েন্টে, এক হাজার ৪৬১.৯৫ পয়েন্টে এবং এক হাজার ২৩৫.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির বা ৬৮.৮২ শতাংশের দর বেড়েছে, ৮৯টির বা ২৬.১৮ শতাংশের কমেছে এবং ১৭টির বা ৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪