ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার পুঁজিবাজার । নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার : সপ্তাহজুড়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজার । যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০৬ শতাংশ বা ২১.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৫০৮৯.৭৪ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৫ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৫২ শতাংশ বা ২৩.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫০০.৫৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৫৫ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ১.৫৮ শতাংশ বা ২১৯.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৯৮.০১ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.৯৮ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ২৪.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৭০১.৫৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮৫ শতাংশ বেড়েছে।
ইউরোপের পুঁজিবাজার : মন্দাবস্থায় শেষদিন পার করলেও সপ্তাহজুড়ে উত্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১.১৭ শতাংশ বা ১২.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৫১৬.৪০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৬৭ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.৭৫ শতাংশ বা ২৬৮.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৯৯.৫৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৩ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৫৪.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৫১.৩৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২১ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৯ শতাংশ বা ৪৮৫.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৬০৩.৫৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৪ শতাংশ বেড়েছে।
এশিয়ার পুঁজিবাজার : মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার পুঁজিবাজার । গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের পুঁজিবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ১৯৮.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৪৩৯.৯৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৭০ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ৩.২৪ শতাংশ বা ৭৭১.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৭৩.২৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৬ শতাংশ বেড়েছে। চীনের পুঁজিবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৯৭ শতাংশ বা ৩২.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৩৬১.৪৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৫৭ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৪৩.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৬৪৪.৮২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৫৩ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৭ শতাংশ বা ১৫.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩১.৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৬২ শতাংশ বেড়েছে