সূচক ও লেনদেনের মিশ্র অবস্থার মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন। গত সপ্তাহে বাজারে বেশিরভাগ শেয়ারের মূল্য বেড়েছে। কিন্তু বড় মূলধনের কিছু কোম্পানির শেয়ারের মূল্য হ্রাসের কারণে সূচক না বেড়ে উল্টো কিছুটা কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজারে লেনদেনে ছিল উর্ধমুখী ধারা।
গত সপ্তাহে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির দাম। আর ৩৮টির দাম ছিল অপরিবর্তিত।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ৭৮ দশমিক ১৪ পয়েন্ট কমেছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ১০৫ দশমিক ৬৯ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৭ হাজার ২৭ দশমিক ৫৫ পয়েন্টে নেমে এসেছে।
গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ পয়েন্ট কমেছে। সূচকটি আগের সপ্তাহে ৩৩ পয়েন্ট কমেছিল।
গত সপ্তাহে বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ২৮৫ কোটি ৭৭ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ২২৯ কোটি ৮৫ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৯২ লাখ টাকা বা ৪ দশমিক ৫৫ শতাংশ।