1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

মেট্রো স্পিনিংয়ের স্টক লভ্যাংশ অনুমোদন করেনি বিএসইসি

  • আপডেট সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
bsec

পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় মেট্রো স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যা অনুমোদনও পায়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ প্রস্তাবে অনুমোদন দেয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।

প্রাপ্ত তথ্যমতে, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের সভা থেকে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মাধ্যমে কোম্পানিটি তাদের বর্তমান পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে এ বিষয়ে অনুমোদনও পায় কোম্পানিটি। পরবর্তী অনুমোদনের জন্য ২ জানুয়ারি বিএসইসিতে আবেদন করে মেট্রো স্পিনিং। কিন্তু কোম্পানিটির এ প্রস্তাবে অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থাটি।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৫৩ পয়সা।

এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৮ হিসাব বছরে ২ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪