পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২১) ব্যবসায় লোকসান থেকে মুনাফায় ফিরেছে ১৩ কোম্পানি। একইসময়ে মুনাফা থেকে লোকসানে নেমেছে ১৩ কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গত ১ সপ্তাহে (২৫ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) প্রকাশিত ২০৬টি কোম্পানির আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
আলোচিত সময়ে চলতি অর্থবছরের প্রথমার্ধে মুনাফায় ফিরে আসা কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, দেশবন্ধু পলিমার, জেমিনি সী ফুড, সোনারগাঁও টেক্সটাইল, বীচ হ্যাচারি, হামিদ ফেব্রিকস, প্রাইম টেক্সটাইল, এপেক্স ট্যানারি, গোল্ডেন হার্ভেষ্ট, অলটেক্স ও সাফকো স্পিনিং।
এরমধ্যে সবচেয়ে বেশি হারে উত্থান হয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের। এ কোম্পানিটির আগের বছরের প্রথমার্ধের থেকে ৩০০% উত্থানের মাধ্যমে ১২ পয়সার লোকসান এবার ২৪ পয়সা মুনাফা হয়েছে। এরপরের অবস্থানে থাকা দেশ গার্মেন্টসের ২১৭% ও শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২০৯% উত্থান হয়েছে।
নিম্নে লোকসান থেকে মুনাফায় উঠে আসা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম ইপিএস (জুলাই-ডিসে. ২১) ইপিএস (জুলাই-ডিসে. ২০) উত্থানের হার
ইউনিক হোটেল ০.২৪ (০.১২) ৩০০%
দেশ গার্মেন্টস ০.৫৪ (০.৪৬) ২১৭%
শেফার্ড ইন্ডাস্ট্রিজ ০.৬৩ (০.৫৮) ২০৯%
দেশবন্ধু পলিমার ০.৩৩ (০.৩৪) ১৯৭%
জেমিনি সী ফুড ৫.১২ (৭.৯২) ১৬৫%
সোনারগাঁও টেক্সটাইল ০.২০ (০.৮৭) ১২৩%
বীচ হ্যাচারি ০.০২ (০.১০) ১২০%
হামিদ ফেব্রিকস ০.১৮ (০.৯৭) ১১৯%
প্রাইম টেক্সটাইল ০.৩০ (১.৭৩) ১১৭%
এপেক্স ট্যানারি ০.১৬ (১.৩৩) ১১২%
গোল্ডেন হার্ভেষ্ট ০.০৫ (০.৬৩) ১০৮%
অলটেক্স ০.১২ (২.২৮) ১০৫%
সাফকো স্পিনিং ০.০৪ (৪.৪৩) ১০১%
লোকসান থেকে মুনাফার ঘটনা যেমন ঘটেছে, একইভাবে মুনাফা থেকে লোকসানে নামার চিত্রও দেখা গেছে। ১৩টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরে আসার বিপরীতে ১০টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে পতিত হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, সায়হাম কটন, খুলনা পাওয়ার, রহিমা ফুড, ডেল্টা স্পিনার্স, আরগন ডেনিমস, সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও জাহিন স্পিনিং।
এই কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ২৩০০% হারে পতন হয়েছে জাহিন স্পিনিংয়ের ব্যবসায়। এরপরের অবস্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ব্যবসায় ১০৬৩% ও ৩য় অবস্থানে থাকা গ্লোবাল হেভী কেমিক্যালের ২২৩% হারে পতন হয়েছে।
নিম্নে মুনাফা থেকে লোকসানে নামা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম ইপিএস (জুলাই-ডিসে. ২১) ইপিএস (জুলাই-ডিসে. ২০) পতনের হার
ন্যাশনাল ফিড (০.০১) ০.৫৫ (১০২%)
সায়হাম কটন (০.০২) ০.৩৭ (১০৫%)
খুলনা পাওয়ার (০.১৮) ১.৫৭ (১১১%)
রহিমা ফুড (০.০৩) ০.০৮ (১৩৮%)
ডেল্টা স্পিনার্স (০.০৫) ০.০৭ (১৭১%)
আরগন ডেনিমস (০.৪৮) ০.৬৪ (১৭৫%)
সেন্ট্রাল ফার্মা (০.১৮) ০.১৬ (২১৩%)
গ্লোবাল হেভী কেমিক্যাল (০.৪৮) ০.৩৯ (২২৩%)
ওয়াইম্যাক্স ইলেকট্রোড (০.৭৭) ০.০৮ (১০৬৩%)
জাহিন স্পিনিং (০.৪৪) ০.০২ (২৩০০%