আজ সপ্তাহের শেষ দিনে (৩ জানুয়ারি) মূল্যসূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৫ দশমিক ৩৭ পয়েন্টে উঠেছে।
বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এদের মধ্যৈ দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৭৩টির দাম। আর ৬৮ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
ওই সময়ে লেনদেনের শীর্ষে ছিল আগের দিন লভ্যাংশ ঘোষণা করা আরএকে সিরামিকস লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। শীর্ষ সাতে আরও ছিল যথাক্রমে বিএটিবিসি, কনফিডেন্স সিমেন্ট, বিএসসি ও লাফার্জহোলসিম।
এই সময় পর্যন্ত দর বৃদ্ধিতে সবার উপরে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স। এর পরের ৬টি অবস্থানে ছিল যথাক্রমে বিডি থাই ফুড, নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট, বেঙ্গল উইন্ডসর, সানলাইফ ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট ও বিডি অয়েল্ডিং লিমিটেড।