২০১৯,২০২০ ও ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ। সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৪ টাকা ৭৩ পয়সা। আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ০২ পয়সা।
কোম্পানিটি আরও জানায়, কারখানা বন্ধ থাকার কারণে কোম্পানির ইপিএসে বড় ধস হয়েছে।
উল্লেখ্য, কোম্পানির গত ৩ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি এজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।