দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার শেয়ার প্রতি লোকসান ছিল ১১ টাকা ১৬ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১.৬৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২২.৩২ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১৫.২৪ টাকা (নেগেটিভ)। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০ টাকা।