বিক্রেতা নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি বিডি থাই ফুড ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারে। সোমবার (২৪ জানুয়ারি) লেনদেন চলাকালীন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে কোম্পানি দুইটির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি থাই ফুড: কোম্পানির শেয়ার লেনদেন প্রথম দিনই বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ১০ টাকা মূল্যের শেয়ার দর প্রথম দিন ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে ১১ টাকায় লেনদেন হয়েছে। বর্তমানে কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই।
ইউনিয়ন ইন্স্যুরেন্স: রোববার (২৩ জানুয়ারি) ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৬০ টাকায়। সোমবার কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৯.৩০ টাকায়। ফলে কোম্পানির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।