ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১১৩ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৯৮ কোটি ১২ লাখ ৭ হাজার টাকার।
৩৬ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফুয়াং ফুড, এপেক্স ফুটওয়্যার, এশিয়া ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফরচুন সুজ এবং লিন্ডে বিডি।