প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে (১৬-২০ জানুয়ারি) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, জিপিএই ইস্পাত, পাওয়ার গ্রিড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, ফারইস্ট ইসলামি ইন্সুরেন্স এবং ওরিয়ন ফার্মা। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।
শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে শেয়ার বিক্রি করেছেন দুই কোম্পানির বিনিয়োগকারীরা। ফলে লেনদেন বড় হলেও দর পতনে এগিয়েছিল কোম্পানিগুলো। সেগুলো হলো- পাওয়ার গ্রিড এবং আরএকে সিরামিকস। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারও কোম্পানিগুলোর শেয়ারদর নেতিবাচক প্রবণতা ছিল।
কোম্পানিগুলোর শেয়ারে বিক্রির চাপ থাকায় সপ্তাহশেষে শেয়ারগুলোর দরপতন হয়েছে। বাজার সংশ্লিষ্টদের অভিমত, কোম্পানিগুলোর শেয়ারে বড় বিনিয়োগকারীরা বিক্রয়মুডে বেশি ছিল। তাই কোম্পানিগুলোরলেনদেন বাড়লেও শেয়ারদর ছিল পতন প্রবণতায়।
পাওয়ার গ্রিড লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৮ কোটি ৬ লাখ ৭৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৫ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭০ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৪ টাকা ৯০ পয়সা বা ৬.৫০ শতাংশ।
আরএকে সিরামিকস সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৮ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৩ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৪.১৩ শতাংশ।