ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ জানুয়ারি) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫০ কোটি ৬ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই পাঁচ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি ৫৪ লাখ টাকারও বেশি।
আজ লেনদেনের শীর্ষে রয়েছে আরডি ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭১ হাজার টাকার।
ব্লক মার্কেটে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে বিজিআইসি ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ। এরমধ্যে বিজিআইসির ৩ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকার এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ে ২ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১ কোটি ৪২ লাখ ৪৪ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ২৫ লাখ ৩৭ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৫ হাজার টাকার , মন্নু এগ্ৰোর ৭০ লাখ ৩০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৬৬ লাখ ৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫০ লাখ ৮ হাজার টাকার, পেনিনসুলার ৩৭ লাখ ৯৬ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ৩৪ লাখ ৫০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩২ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩১ লাখ ৫০ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ২৯ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ২৮ লাখ টাকার, নিটল ইন্স্যুরেন্সের এর 25 লাখ 40 হাজার টাকার ইউনিক হোটেলের ১৬ লাখ ৩৫ হাজার টাকার, এসিআই লিমিটেডের ১৩ লাখ ৫৬ হাজার টাকার, স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের ১২ লাখ ৬৪ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১১ লাখ ৮২ হাজার টাকার, অগ্নি সিস্টেমের ১১ লাখ ২৫ হাজার টাকার, ফুয়াং ফুডের ১১ লাখ ১০ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৬ হাজার টাকার, ইন্ডেক্স এগ্রোর ৯ লাখ ৬০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩৪ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৭ লাখ ৮০ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৭ লাখ ৪৩ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজ ৬ লাখ ৫৮ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৬ লাখ ৪০ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ৬ লাখ ২২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ ৬০ হাজার টাকার, রূপালি ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ লাখ ৩৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৫ লাখ ১২ হাজার টাকার এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।