পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হলো- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বাংলাদেশ সাবমেরিন কেবল, সামিট পাওয়ার, সায়হাম কটন ও সায়হাম টেক্সটাইল।
কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে সায়হাম কটন ও সায়হাম টেক্সটাইল ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ৫ শতাংশ নগদ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ৩৭ শতাংশ, সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ, সায়হাম কটন ১০ শতাংশ নগদ ও সায়হাম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে। কোম্পানি পাঁচটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।