1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

শেয়ার বিক্রির চাপে সূচকে সামান্য উত্থান

  • আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে ২১ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ৩০ মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। এর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স, যা এর আগের কার্যদিবসে ছিল ৭ হাজার ১৭ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে জিপিএইচ ইস্পাত, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আরএকে সিরামিকস, ফরচুন সুজ ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৫০১ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৮ পয়েন্ট কমে গতকাল ২ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৬১৬ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৬ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪২ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত ছিল ৫০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ শতাংশ দখলে নিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত। ৮ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। চতুর্থ অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৬ শতাংশ। বিবিধ খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ শতাংশ। গতকাল ভ্রমণ ও অবকাশ খাতে সবচেয়ে বেশি ৬ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল বিবিধ খাত।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, আরএকে সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল, পাওয়ার গ্রিড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, দ্য পেনিনসুলা চিটাগং, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, তিতাস গ্যাস।

গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ সিকিউরিটিজ ছিল আজিজ পাইপস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, মতিন স্পিনিং, শমরিতা হসপিটাল, ফাইন ফুডস, স্কয়ার টেক্সটাইলস ও ফু-ওয়াং ফুড।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে বসুন্ধরা পেপার মিলস, ড্যাফোডিল কম্পিউটার্স, রবি অজিয়াটা, ইস্টার্ন কেবলস, রানার অটোমোবাইলস, বিচ হ্যাচারি, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, প্রাইম ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও ডেসকো।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৩৪২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৪২ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪২ কোটি ৩০ লাখ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ