জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম ‘সব বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ’। এরই প্রেক্ষিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়ালটন পরিবারের সদস্যদের নিয়ে ১ ডিসেম্বর থেকে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১। এতে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ক্যারাম- এই পাঁচটি ইভেন্টে অংশ নেন ওয়ালটন পরিবারের প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তা। তাদের মধ্যে থেকে বিজয়ীদের ক্রেস্ট, মেডেল ও ১০ লাখ টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর, ২০২১) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১’ এর পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন। সেইসঙ্গে তিনি বিজয়ীদের জন্য ১০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও মো. হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. ফিরোজ আলম ও আমিন খান, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, রাকিব উদ্দিন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নূরুল আফছার চৌধুরী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়ক নাহিদ হাসান, ওয়ালটন ফ্যাক্টরির হেড অব অ্যাডমিন আল ইমরান প্রমুখ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এসডিজি প্রোমোটার বেটার বাংলাদেশ টুমরোর সৌজন্যে ওয়ালটন করপোরেট ক্লাব এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এতে ওয়ালটন করপোরেট অফিস, হেডকোয়ার্টার (কারখানা) এবং মিডিয়া অফিসসহ বিভিন্ন বিভাগ ও সেকশনের প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তা অংশ নেন।
ওয়ালটন পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বলেন, আমরা চাই ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং হাসিখুশি থাকুক। তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই উদ্যোগ। এরকম খেলাধুলা প্রতিযোগিতার নিয়মিত আয়োজন করা হবে।
অনুষ্ঠানে তিনি ওয়ালটন করপোরেট ক্লাবের কোর কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। পদাধিকার বলে ওই কমিটির সভাপতি হিসেবে রয়েছেন গোলাম মুর্শেদ। এছাড়া উদদেষ্টা পদে রয়েছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম ও এফএম ইকবাল বিন আনোয়ার ডন। কমিটিতে মিডিয়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ওয়ালটনের সিএমও মো. ফিরোজ আলম।
ওয়ালটন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২১ এর বিজয়ী (করপোরেট অফিস):
ফুটবল:
চ্যাম্পিয়ন-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদের নেতৃত্বাধীন ঈগল ইলেভেন্টস টিম
রানার্স আপ-ডিএমডি এমদাদুল হক সরকারের নেতৃত্বাধীন সেলস টিম
ক্রিকেট:
চ্যাম্পিয়ন-উদয় হাকিমের নেতৃত্বাধীন মিডিয়া ক্রিকেট টিম
রানার্স আপ – কাজী মো. আতিকুর রহমানের নেতৃত্বাধীন টিম ইরাপশন
টেবিল টেনিস:
চ্যাম্পিয়ন – টিম ক্রিয়েটিভের মো. সাজ্জাদ হোসেন শাকিল ও জনি সোম
রানার্স আপ – টিম অল স্টারের গোলাম মুর্শেদ এবং নূরুল আফছার চৌধুরী
ব্যাডমিন্টন:
চ্যাম্পিয়ন-মাসুদ রানা ও মো. হাবিব
রানার্স আপ – জাহিদুল ইসলাম ও রেজাউল করিম
ক্যারাম:
চ্যাম্পিয়ন – মাসুদ রানা ও নূর-এ-আজম সিদ্দিকী
রানার্স আপ – মিরাজ হাসান ও আবু সায়েম
ওয়ালটন হেডকোয়ার্টার (কারখানা) থেকে বিজয়ীরা:
ফুটবল:
চ্যাম্পিয়ন-সেলিম রেজা রাসেলের নেতৃত্বাধীন ওয়ালটন পাওয়ার কিংস
রানার্স আপ – সোহেল রানার নেতৃত্বাধীন এফসি থান্ডার কিং
ক্রিকেট:
চ্যাম্পিয়ন-মো. আলিম হাসান ফেরদৌসের নেতৃত্বাধীন টিম ইলেকট্রিক
রানার্স আপ – মাহবুব আলম শিমুলের নেতৃত্বাধীন টিম এয়ার
টেবিল টেনিস:
চ্যাম্পিয়ন-দ্য রিপার টিমের মো. প্রিন্স হোসেন ও জুলফিকার আলী
রানার্স আপ-অ্যাস্পাইরেন্ট টিমের মীর আশরাফ আলী ও নাঈমুল হাসান নাঈম
ব্যাডমিন্টন:
চ্যাম্পিয়ন-ফরিদ আহমেদ ও সোহেল রানা
রানার্স আপ-মেহেদি হাসান ও অমিত কুমার বিশ্বাস
ক্যারাম:
চ্যাম্পিয়ন-টিম ১৭ এর আসিফ ইকবাল ও আলম মিয়া
রানার্স আপ-টিম ১৪ এর জুয়েল মিয়া ও আজিজুল হক