সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ ডিসেম্বর) পুঁজিবাজার সামান্য পতনে ছিল। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ১১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ। কিন্তু সূচকের সামান্য পতনেও তিন খাতের শেয়ার এলোমেলো হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
খাত তিনটি হলো: আর্থিক, ওষুধ ও রসায়ন এবং সাধারণ বিমা।
আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৯টির বা ৮৬.৩৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ৪.৫৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে বিআইএফসির ৩.১২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২.৯৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২.৫৭ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২.৫৩ শতাংশ।
সাধারণ বিমার ৩৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৬টি বা ৬৬.৬৭ শতাংশ কোম্পানির, দর বেড়েছে ১০টি বা ২৫.৬৪ শতাংশ কোম্পানির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩টির বা ৭.৬৯ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে ইস্টার্ন ইন্সুরেন্সের ২.৭৯ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ২.৬৪ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ২.৫৩ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ২.৫০ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ২.৩৭ শতাংশ, পূরবী ইন্সুরেন্সের ২.১৬ শতাংশ, সিটি ইন্সুরেন্সের ২.০৬ শতাংশ।
ওষুধ ও রসায়ন খাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২০টির বা ৬৪.৫২ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ২৫.৮১ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩টির বা ৯.৬৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে ইমাম বাটনের ৪.০৪ শতাংশ, একমি পেস্টিসাইডের ৩.২০ শতাংশ, এএফসি এগ্রোর ৩.০৬ শতাংশ।